নিজস্ব প্রতিনিধি, বাঘমুণ্ডি:
খবর ছিলো ঝাড়খণ্ড সীমান্তের জঙ্গলে লুকিয়ে ওরা। সিভিক ভলেন্টিয়ার ও পুলিশের প্রায় পঁচাশিজনের একটি দল ঘিরে ফেলল জঙ্গল। আর সেই জঙ্গল থেকে তারা ধরে ফেলল ছিনতাইবাজকে। সোমবার সকালে
বন্দুক দেখিয়ে এক ব্যাঙ্ক মিত্রর কাছ থেকে ছিনতাই করে পালানোর কয়েক ঘণ্টার মধ্যেই তাকে গ্রেফতার করে ফেলল বাঘমুণ্ডি থানার পুলিশ। ধৃতের নাম গৌতম লোহার। সে বিদরি গ্রামের বাসিন্দা। মঙ্গলবার তাকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হবে।
সোমবার সকালে সুইসার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে ৫৫ হাজার টাকা তুলে, ল্যাপটপ ও মোবাইল একটি ব্যাগে ভরে মোটর বাইকে করে গ্রাহক পরিষেবা কেন্দ্রে যাচ্ছিলেন গঙ্গাধর মাহাত। সুইসা-কালিমাটি সড়কে তুন্তুড়ি গ্রামের কাছে তাঁর বাইকে ধাক্কা মারে একটি বাইকে থাকা তিন দুষ্কৃতির একটি দল।
গাড়ি থেমে যেতেই, এক দুষ্কৃতি নেমে আগ্নেয়াস্ত্র দেখিয়ে গঙ্গাধরের কাছ থেকে ব্যাগ ও বাইকের চাবি ছিনিয়ে নেয়। সঙ্গে সঙ্গেই এক দুষ্কৃতি বাইক নিয়ে পালিয়ে যায়, আর বাকি দু’জন জঙ্গলের পথ ধরে চম্পট দেয়।
ঘটনার খবর পেয়েই সুইসা ফাঁড়ির পুলিশ তদন্তে নামে। পুলিশ জানতে পারে ঝাড়খণ্ড সীমান্তবর্তী ডাংডুং গ্রামের অদূরে এক জঙ্গলে গা-ঢাকা দিয়েছে।
প্রায় ৮৫ জন পুলিশ ও সিভিক ভলান্টিয়ার্সের একটি দল সোমবার দুপুরেই জঙ্গল ঘিরে ফেলে। দীর্ঘ দু’ঘণ্টার তল্লাশির পরে ধরা পড়ে গৌতম লোহার। যদিও আরেক দুষ্কৃতি সুযোগ বুঝে পালাতে সক্ষম হয়।
Post Comment