নিজস্ব প্রতিনিধি, কাশিপুর:
অসুরদলনী হয়ে মেয়েরা নিজেদের আত্মরক্ষা এবার নিজেরাই করতে পারবে। আর সেই লক্ষ্যেই তিনদিনের ক্যারাটে প্রশিক্ষণ শিবির শুরু হল কাশিপুর মাইকেল মধুসূদন মহাবিদ্যালয়ে। শুক্রবার থেকে কলেজের জাতীয় সেবা প্রকল্পের উদ্যোগে এই ক্যারাটে প্রশিক্ষণ শিবির শুরু হয়। প্রথমদিন প্রশিক্ষণ শিবিরে কলেজের ৫০ জন ছাত্রী অংশগ্রহণ করে।

এ বিষয়ে জাতীয় সেবা প্রকল্পের ইউনিট ১ প্রোগ্রাম অফিসার অধ্যাপক নবীন দাস জানান , “জাতীয় সেবা প্রকল্পের উদ্যোগে কলেজে সাত দিনের স্পেশাল ক্যাম্প শুরু হয়েছে । ছাত্রীদের ক্যারাটে প্রশিক্ষণের জন্য বিশেষ ক্যারাটে প্রশিক্ষক নিয়োগ করা হয়েছে। প্রশিক্ষণ চলবে তিনদিন ধরে।” উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ডঃ বিভাষকান্তি মন্ডল, ক্যারাটে প্রশিক্ষক অনিরুদ্ধ দত্ত সহ বহুবিশিষ্টজনের। মূলত মেয়েদের আত্মরক্ষায় স্বাবলম্বী করে তুলতে এই উদ্যোগ নিয়েছে এই কলেজ।










Post Comment