নিজস্ব প্রতিনিধি, জয়পুর:
জয়পুর আর বি বি হাই স্কুলে অষ্টম শ্রেণির ছাত্র বিল্টু সোনারকে মারধরের অভিযোগ উঠল এক শিক্ষকের বিরুদ্ধে। বৃহস্পতিবার স্কুল চলাকালীন ছাত্রটিকে ওই শিক্ষক বেধড়ক মারেন বলে অভিযোগ। তার শরীরে কালশিটে পড়েছে এমন অভিযোগ তুলে ছেলেকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা করান মা শিল্পী সোনার। শুক্রবার জয়পুর থানায় অভিযোগ দায়ের হয়েছে ওই শিক্ষকের বিরুদ্ধে। স্কুল কর্তৃপক্ষর দাবি শাস্তি দেওয়া হয়েছে অনুশাসনহীনতার জন্য। বকাঝকা করা হয়। বেত দিয়ে হাঁটুর পিছনে দেওয়া হয় কয়েক ঘা।
Post Comment