নিজস্ব প্রতিনিধি, সাঁওতালডি:
তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে ছাই পরিবহণকারী ভারী গাড়ির লাগাতার যাতায়াতে বেহাল অবস্থায় পৌঁছেছে সাঁওতালডি অঞ্চলের একাধিক রাস্তা। দীর্ঘদিন ধরে রাস্তার এই দুরবস্থার প্রতিবাদে বুধবার সকাল থেকে সাঁওতালডি এলাকায় স্থানীয় বাসিন্দারা পথ অবরোধে শামিল হন। তাদের মূল দাবি, অবিলম্বে ক্ষতিগ্রস্ত রাস্তাগুলির সংস্কার করতে হবে। নিয়ন্ত্রণ করতে হবে ভারি ছাই-বাহী গাড়ির চলাচল।
অবরোধে অংশগ্রহণকারী স্থানীয়দের অভিযোগ, প্রতিদিন বহু ছাইভর্তি ট্রাক এই রাস্তা দিয়ে চলাচল করায় রাস্তার পিচ উঠে গেছে, তৈরি হয়েছে গভীর গর্ত। এতে করে নিত্যযাত্রীদের যেমন দুর্ভোগ বাড়ছে, তেমনি ঘটছে দুর্ঘটনাও। বিশেষ করে স্কুল পড়ুয়া ও বৃদ্ধদের চলাফেরায় চরম সমস্যা হচ্ছে বলে জানান আন্দোলনকারীরা।
স্থানীয় প্রশাসনের তরফে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হলেও, বিক্ষোভকারীরা স্পষ্ট জানিয়ে দেন, উপযুক্ত আশ্বাস না পাওয়া পর্যন্ত তারা অবরোধ তুলবেন না।
পথ অবরোধের জেরে ওই রাস্তায় যান চলাচল সম্পূর্ণভাবে স্তব্ধ হয়ে পড়ে। অবশেষে প্রশাসনের আশ্বাসে কিছুক্ষণ পরে অবরোধ উঠে যায়। তবে পরিস্থিতি না বদলালে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
Post Comment