নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
চোলাই বিক্রির অভিযোগে যুবক গ্রেফতার। তাকে গ্রেফতার করেছে টামনা থানার পুলিশ। ধৃতের নাম সঞ্জয় বাউরি। তার বাড়ি টামনা থানার চাকলতোড় গ্রামে। পুলিশের দাবি ওই যুবক চাঁদড়াডি মোড়ে চোলাই বিক্রি করছিল। রবিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ হানা দিয়ে ৯ লিটার চোলাই বাজেয়াপ্ত করে। এরপরেই অভিযুক্ত গ্রেফতার হয়। সোমবার ধৃতকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে তার ১৪ দিনের জেল হেফাজত হয়।
Post Comment