নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
আর দুয়ারে নয়, এবার বাড়িতেই মদ! নিজের বাড়িতে বেআইনি চোলাই মজুত করে বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুরুলিয়া মফস্বল থানার পুলিশ। ধৃতের নাম দিলীপ রাজোয়ার। পুরুলিয়া মফস্বল থানার সতেরো গ্রামে তার বাড়ি ।সোমবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে তার বাড়িতে হানা দেয় পুলিশ। পুলিশকে দেখে কয়েকজন সেখান থেকে পালিয়ে গেলেও ওই কারবারিকে গ্রেফতার করা হয়।পুলিশ জানিয়েছে, ধৃতের কাছ থেকে উদ্ধার হয় ২০ লিটার চোলাই মদ। মঙ্গলবার ধৃতকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে তার ১৪ দিনের জেল হেফাজত হয়।









Post Comment