insta logo
Loading ...
×

চিকিৎসা পেশায় ৫০ বছর! সংবর্ধনা

চিকিৎসা পেশায় ৫০ বছর! সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি, মানবাজার:

চিকিৎসা পেশায় ৫০ বছর! শুনতে অবাক লাগলেও এটাই বাস্তব সত্য। তাঁর পছন্দ সহজ সরল জীবনযাপন এবং মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করা।অসুস্থ মানুষের সেবা করার লক্ষ্যে এখনো অবিচল মানবাজার এলাকার বিশিষ্ট চিকিৎসক ডাক্তার গোপাল চন্দ্র লায়েক। ৫০ বছর ধরে তিনি রোগীদের চিকিৎসা করেছেন। সমাজের সার্বিক কল্যাণে এমন নিঃস্বার্থ সেবাকে সম্মান জানানোর লক্ষ্য নিয়ে বৃহস্পতিবার বেঙ্গল কেমিস্ট এন্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন মানবাজার জোনের উদ্যেগে মানবাজার এলাকার বিশিষ্ট চিকিৎসক ডাক্তার গোপাল চন্দ্র লায়েককে সংবর্ধনা জানানো হল। এদিন তাঁর হাতে তুলে দেওয়া হলো উত্তরীয়, পুস্পস্তবক, কলম ও মিষ্টির প্যাকেট ।

Post Comment