insta logo
Loading ...
×

চিকিৎসক দিবস উদযাপিত

চিকিৎসক দিবস উদযাপিত

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :

প্রবাদপ্রতিম চিকিৎসক তথা বাংলার দ্বিতীয় মুখ্যমন্ত্রী বাংলার রূপকার ডাঃ বিধান চন্দ্র রায়ের জন্ম ও প্রয়ান দিবসে সারা জেলা জুড়ে পালিত হলো ন্যাশনাল ডক্টরস ডে।

এদিন সকালে পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের পুরানো ক্যাম্পাস ও দুপুরে হাতোয়াড়া ক্যাম্পাসে গিয়ে চিকিৎসকদের পুরুলিয়া শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সম্মাননা জ্ঞাপন করা হয়। উপস্থিত ছিলেন পৌর প্রধান নবেন্দু মাহালি, পুরুলিয়া শহর তৃণমূল কংগ্রেস সভাপতি প্রদীপ কুমার ডাগা সহ অন্যান্যরা। পুরুলিয়া শহর তৃণমূল কংগ্রেস সভাপতি প্রদীপ কুমার ডাগা বলেন, “ডাক্তারবাবুরা ২৪ ঘণ্টা সমাজের সেবায় নিজেকে উৎসর্গ করে রেখেছেন। তাঁদের প্রতি আমাদেরও কিছু দায়িত্ব বর্তায়। জাতীয় চিকিৎসক দিবসে আমরা ফুল,মিষ্টি এবং উত্তরীয় দিয়ে তাঁদের সম্মাননা জ্ঞাপন করেছি। “

অন্যদিকে সমাজের সার্বিক কল্যাণে চিকিৎসকদের নিঃস্বার্থ সেবাকে সম্মান জানানোর লক্ষ্য নিয়ে এদিনই সর্বভারতীয় যুব কাউন্সিলের উদ্যোগে মানবাজার ১ নং ব্লক স্বাস্থ্য আধিকারিক ডা: মৃণাল সিং সর্দারকে সংবর্ধনা জানানো হল।এদিন ডা: মৃণাল সিং সর্দারের হাতে সর্বভারতীয় যুব কাউন্সিলের পক্ষ থেকে উত্তরীয়, পুস্পস্তবক, কলম ও মিষ্টির প্যাকেট তুলে দেওয়া হয়।

জেলার অন্যান্য ব্লক হাসপাতালেও ঘরোয়াভাবে উদযাপন করা হয়েছে জাতীয় চিকিৎসক দিবস।

Post Comment