নিজস্ব প্রতিনিধি , পুরুলিয়া:
সল্টলেকে চাকরিহারাদের আন্দোলনে গিয়ে পুলিশের লাঠির আঘাতে গুরুতর জখম হয়েছেন পুরুলিয়ার ছড়রা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সোমনাথ বন্দ্যোপাধ্যায়। রবিবার তাঁর রঘুনাথপুরে চেলিয়ামা রোডের বাড়িতে গিয়ে দেখা করলো নিখিল বঙ্গ শিক্ষক সমিতির প্রতিনিধিদল।
শনিবার রাতে তিনি রঘুনাথপুরের বাড়িতে ফেরেন। এবিটিএ-র পুরুলিয়া জেলা সম্পাদক ব্যোমকেশ দাস বলেন, ” যোগ্য প্রতিবাদী শিক্ষকদের পাশে নিখিলবঙ্গ শিক্ষক সমিতি রয়েছে। তৃণমূল সরকারের প্রাতিষ্ঠানিক দুর্নীতির ফলে হাজার হাজার উচ্চশিক্ষিত যোগ্য শিক্ষক-শিক্ষিকা-শিক্ষা কর্মীরা আজ কলকাতার রাজপথে। তাঁরা তাদের নায্য দাবির জন্য বিকাশ ভবন অভিযানে যেতে বাধ্য হয়েছেন। সেখানে আক্রান্ত হন ওই শিক্ষক। আমরা ওই শিক্ষকের পাশে আছি। “
Post Comment