insta logo
Loading ...
×

চক্ষু পরীক্ষা শিবির আড়শায়

চক্ষু পরীক্ষা শিবির আড়শায়

নিজস্ব প্রতিনিধি , আড়শা:

বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হল আড়শা ব্লকের তুম্বাঝালদা উপস্বাস্থ্য কেন্দ্রে। বুধবার মানভূম আনন্দ আশ্রম নিত্যানন্দ ট্রাস্টের সহযোগিতায় এই শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে এলাকার ৫৪ জনের চক্ষু পরীক্ষা করা হয়। মানভূম আনন্দ আশ্রম নিত্যানন্দ ট্রাস্টের আড়শা ব্লক হেলথ ওয়ার্কার মহম্মদ আলম আনসারী বলেন, ” শিবিরে প্রায় ৫৪ জনের চক্ষু পরীক্ষা করা হয়েছে । তার মধ্যে ১৮ জনের ছানি অপারেশনের ব্যবস্থা করা হবে।

Post Comment