নিজস্ব প্রতিনিধি, বোরো:
অর্থনৈতিক স্বনির্ভরতার স্বপ্ন বাস্তবায়নের পথে এগিয়ে চলেছেন রামপুরের আদিবাসী মহিলারা। মানবাজার ২ নম্বর ব্লকের রামপুর গ্রামে মহিলাদের জন্য স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং শুরু হয়েছে শ্রীমদ রাজচন্দ্র মিশনের উদ্যোগে। গোবিন্দপুর প্রাথমিক বিদ্যালয়ের তত্ত্বাবধানে আয়োজিত এই এক মাসব্যাপী প্রশিক্ষণ শিবিরে ৪০ জন আদিবাসী মহিলা অংশ নিয়েছেন।
প্রশিক্ষণে সাবাই ঘাসের দড়ি দিয়ে ট্রে, কলমদানি, ফুলদানি, টেবিল ম্যাট-সহ নানা ধরনের সৌখিন ও ব্যবহারিক সামগ্রী তৈরির কৌশল শেখানো হচ্ছে। প্রশিক্ষণার্থীরা জানিয়েছেন, এই শিবির থেকে শেখা দক্ষতা ভবিষ্যতে তাঁদের আয়ের পথ খুলে দেবে। তৈরি সামগ্রীগুলি শ্রীমদ রাজচন্দ্র মিশনের বিভিন্ন ডিভাইন শপে বিক্রি করা হবে বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে।
মিশনের পক্ষে জয়েশ বাখড়া ও গোবিন্দপুর প্রাথমিক বিদ্যালয়ের পক্ষে অমিতাভ মিশ্র জানান, ‘‘আমরা চাইছি মহিলারা সাবাই দড়ি শিল্পে অভ্যস্ত হয়ে স্বাবলম্বী হোন। এর মাধ্যমে গ্রামীণ মহিলাদের জন্য একটি স্থায়ী রোজগারের ব্যবস্থা তৈরি হবে।’’
প্রশিক্ষণ শিবিরে অংশ নেওয়া কমিতা হেমব্রম, প্রতিমা হাঁসদারা জানিয়েছেন, এই উদ্যোগ তাঁদের মধ্যে আত্মবিশ্বাস জুগিয়েছে। প্রশিক্ষণ শেষে নিজেদের হাতে তৈরি সামগ্রী বাজারজাত করতে পারলে অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি সামাজিক স্বীকৃতিও মিলবে বলে আশা করছেন তাঁরা।
Post Comment