নিজস্ব প্রতিনিধি , পুরুলিয়া ও মানবাজার :

বিজেপির প্রতিবাদ কর্মসূচিতে এবার সম্বল গঙ্গাজল ও ঝাড়ু! সোমবার পুরুলিয়ায় পুলিশ প্রশাসনের বিরুদ্ধে এভাবেই সরব হতে দেখা গেল জেলার গেরুয়া নেতা-কর্মীদের। প্রশাসনিক অনৈতিকতা , দুর্নীতি ও তোষণের অভিযোগ তুলে গঙ্গাজল ও ঝাড়ু হাতে পুরুলিয়ার থানা গুলিতে পৌঁছে যান বিজেপির নেতা- কর্মীরা। এদিন গঙ্গাজল ও ঝাড়ু দিয়ে থানার শুদ্ধিকরণ কর্মসূচি করেন বিজেপি নেতৃত্ব। পুরুলিয়া সদর থানায় মূল গেটে জমায়েত করেন তারা। সেখানেই পুলিশ কর্মীদের সামনে থানার প্রবেশ পথে গঙ্গাজল ছিটিয়ে ও ঝাড়ু দিয়ে থানার শুদ্ধিকরণ করেন তারা। এরই পাশাপাশি জেলার অন্যান্য থানা গুলিতেও একইভাবে শুদ্ধিকরণ কর্মসূচি পালন করে বিজেপি। এই কর্মসূচিতে পুরুলিয়া সদর থানায় উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি বিবেক রাঙ্গা সহ অন্যান্য নেতা-কর্মীরা। বিজেপির এই কর্মসূচিকে ঘিরে পুজোর মুখে ব্যাপক যানজট হয় শহরে। তবে কিছুক্ষণের মধ্যেই তা সামাল দেয় পুলিশ।মানবাজারে পাথরমহড়া রাজবাড়ি মোড়ে জমায়েত করেন বিজেপি নেতা- কর্মীরা। সেখান থেকে বিজেপির জেলা সম্পাদক জনপ্রিয় ঘোষের নেতৃত্বে ঝাড়ু হাতে মিছিল করে মানবাজার মহকুমা পুলিশ আধিকারিকদের কার্যালয়ে পৌঁছায় বিজেপির কর্মী- সমর্থকেরা। এভাবেই দিনভর জেলার থানায়-থানায় এই কর্মসূচি চালায় গেরুয়া শিবির।# রাজনীতি
Post Comment