insta logo
Loading ...
×

গুটি পাথর বোঝাই লরি বাজেয়াপ্ত, চালক গ্রেফতার বরাবাজারে

গুটি পাথর বোঝাই লরি বাজেয়াপ্ত, চালক গ্রেফতার বরাবাজারে

নিজস্ব প্রতিনিধি, বরাবাজার :

অবৈধভাবে গুটি পাথর পরিবহণের অভিযোগে দশ টন পাথর বোঝাই একটি লরি বাজেয়াপ্ত করল বরাবাজার থানার পুলিশ। গ্রেফতার করা হয়েছে লরির চালককে। ধৃতের নাম মুসলিম আনসারি। তাঁর বাড়ি বরাবাজার থানার তালাডি গ্রামে।

পুলিশ সূত্রে খবর, সোমবার দুপুরে সিন্দরি-তালাডি সড়কের ভালুকডিহি গ্রামের কাছে দাঁড়িয়ে থাকা একটি লরি দেখে সন্দেহ হয় টহলদারি পুলিশের। তবে পুলিশের গাড়ি দেখে চালক দ্রুত লরিটি নিয়ে পালানোর চেষ্টা করে। কিছুদূর যাওয়ার পর সেটিকে আটকানো হয়।

লরির মধ্যে গুটি পাথর বোঝাই থাকলেও চালক কোনও বৈধ নথিপত্র দেখাতে পারেননি বলে জানায় পুলিশ। এরপরই তাঁকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার ধৃত মুসলিম আনসারকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে বিচারক তাঁকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।

এদিকে, এই ঘটনায় লরির মালিক সহ অন্যান্যদের বিরুদ্ধেও একটি স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে তদন্ত শুরু করেছে বরাবাজার থানার পুলিশ। গুটি পাথর কোথা থেকে আনা হয়েছিল, কোথায় পাঠানো হচ্ছিল—তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Post Comment