নিজস্ব প্রতিনিধি, আড়শা:
স্কুলে যাওয়ার পথে গাছের শুকনো ডাল ভেঙ্গে পড়ে গুরুতর আহত হল এক স্কুল ছাত্র । ঘটনাটি ঘটেছে টামনা -অযোধ্যা পাহাড় যাওয়ার রাস্তায় সিরকাবাদ জলট্যাঙ্কির কাছে। আহত ছাত্রের নাম নিখিল মাঝি। বাড়ি আড়শা থানার গন্ধ বাজার গ্রামে। আহত স্কুল ছাত্র সিরকাবাদ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীতে পড়ে।
জানা গিয়েছে, বৃহস্পতিবার সকাল ১০টা নাগাদ বাড়ি থেকে স্কুলে যাওয়ার জন্য সাইকেল করে বন্ধুদের সাথে বের হয় ছাত্রটি। যাওয়ার সময় সিরকাবাদ জলট্যাঙ্কির কাছে আচমকা একটি গাছের শুকনো ডাল তার মাথার উপর এসে পড়ায় রাস্তার উপর লুটিয়ে পড়ে সে।খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে পৌঁছান আড়শা থানার ওসি বিশ্বজিৎ সরকার ও বনদপ্তরের কর্মীরা। তাকে উদ্ধার করে সিরকাবাদ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য পুরুলিয়া দেবেন মাহাত গভর্মেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।
গ্রামবাসীরা জানান, রাস্তার ধারে বেশ কয়েকটি পুরানো গাছ রয়েছে। মাঝে মাঝেই এই গাছের ডাল রাস্তার উপর ভেঙ্গে পড়ে । বেশ কয়েক বছর আগে গাছের ডালে থাকা লেলহে মাছির কামড়ে বিয়ে বাড়িতে আসা বরযাত্রীরা আক্রান্ত হন। তখন প্রশাসনের পক্ষ থেকে গাছগুলো কাটার কথা বলা হলেও, তা হয়নি। ফের দুর্ঘটনা ঘটায় এক সপ্তাহের মধ্যে গাছের শুকনো ডালগুলো কাটা হবে বলে আশ্বাস দেন বনদপ্তরের কর্মীরা।
Post Comment