নিজস্ব প্রতিনিধি, সাঁওতালডিহি :
গাছ থেকে এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার হল সাঁওতালডিহিতে। পুলিশ জানিয়েছে মৃতের নাম রামনাথ রজক (৪৫)। বাড়ি সাঁওতালডিহি থানার ডিপাবড়া গ্রামে।ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই ব্যক্তি চেন্নাইয়ে পরিযায়ী শ্রমিকের কাজ করতেন। মঙ্গলবার রাতে তিনি গ্রামে ফিরেন। গ্রামের লোকজন তাকে ঘোরাফেরা করতে দেখলেও বাড়িতে ঢোকেনি সে। ফলে পরিবারের লোকজনের সঙ্গে তার দেখাও হয়নি। এরপরেই এদিন সকালে গ্রামের অদূরে একটি পলাশ গাছে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাকে ঝুলতে দেখা যায়। খবর দেওয়া হয় সাঁওতালডিহি থানায়। খবর পেয়ে সাঁওতালডিহি থানার পুলিশ দেহটি উদ্ধার করে পাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন। পাড়া থানার পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে।
Post Comment