নিজস্ব প্রতিনিধি, রঘুনাথপুর:
নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারল মোটরসাইকেল আরোহী এক আরপিএফ জওয়ান। ধাক্কার জেরে মৃত্যু হলো তাঁর। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে শনিবার সকালে আদ্রা কাশিপুর রাস্তায়। মৃত আরপিএফ কর্মীর নাম রিতেশ সিং (২৯)। তাঁর বাড়ি বিহারে হলেও, বর্তমানে থাকতেন দুর্গাপুরে। তিনি দক্ষিণ পূর্ব রেলের আদ্রা ডিভিজনের আরপিএফ পোষ্টে চাকুরীরত ছিলেন। এদিন আদ্রা থেকে রঘুনাথপুর আসার পথে রাস্তার ধারে থাকা একটি গাছকে ধাক্কা মারেন। ধাক্কার জেরে রক্তাক্ত অবস্থায় রাস্তার পাশে ছিটকে পড়েন তিনি। খবর পেয়ে আদ্রা থানার পুলিশ তাকে উদ্ধার করে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। রঘুনাথপুর থানার পুলিশ দেহটি ময়না তদন্তের জন্য পুরুলিয়া দেবেন মাহাত সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
Post Comment