নিজস্ব প্রতিনিধি, আড়শা:
নিজের বাড়ি থেকে গলায়
ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার হল এক যুবকের দেহ।
মঙ্গলবার সকালে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার আড়শা এলাকায়। খবর পেয়ে পরিবার ও প্রতিবেশীরা দ্রুত ওই যুবককে সিরকাবাদ গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, মৃত যুবকের নাম তাম্বীর সাহ (৪০)। পরিবারের সদস্যরা জানিয়েছেন, স্ত্রীর অনুপস্থিতিতে দীর্ঘদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিল সে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সেই মানসিক অবসাদ থেকেই সে এই চরম পদক্ষেপ নিয়েছে ।
এই ঘটনায় আড়শা থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ।











Post Comment