নিজস্ব প্রতিনিধি, ঝালদা:
মানবিক মুখ তুলে ধরল পুরুলিয়া জেলা পুলিশ। প্রায় এক মাস ধরে নিখোঁজ এক গর্ভবতী মহিলাকে বিহারের গয়ায় নিজের পরিবারের হাতে তুলে দিল ঝালদা থানার পুলিশ।
প্রায় সাতদিন আগে ঝালদা থানার কাছে খবর আসে, এক অজ্ঞাতপরিচয় মহিলা উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করছেন হেঁসাহাতু গ্রাম এলাকায়। পুলিশ তৎক্ষণাৎ গ্রামে পৌঁছে ওই বছর পঁয়ত্রিশের মহিলাকে উদ্ধার করে। পুলিশ দেখে ওই মহিলা মানসিকভাবে বিপর্যস্ত এবং নিজের পরিচয় পর্যন্ত স্পষ্টভাবে জানাতে পারছেন না। প্রাথমিকভাবে তাঁকে রাখা হয় পুরুলিয়া শহরের একটি সেন্টারে।
তাঁর কাছ থেকে পাওয়া সামান্য তথ্যের ভিত্তিতে ঝালদা থানার পুলিশ যোগাযোগ করে বিহারের গয়া জেলার পুলিশের সঙ্গে। পরে ভার্চুয়ালি বিভিন্ন নথি যাচাই করে ওই মহিলার বাড়ির সঠিক ঠিকানা নিশ্চিত করা হয়। এরপর পুলিশের একটি দল তাঁকে নিয়ে রওনা দেয় এবং সোমবার গয়ায় তাঁর পরিবারের হাতে তাঁকে তুলে দেওয়া হয়।
পরিবার সূত্রে জানা গেছে, এক মাস আগে হঠাৎই বাড়ি ছেড়ে বেরিয়ে নিখোঁজ হয়ে যান ওই গর্ভবতী মহিলা। বহু খোঁজাখুঁজি করেও তাঁর হদিশ না মেলায় গয়া থানায় নিখোঁজ ডায়েরিও করা হয়েছিল।
পুলিশের এই সংবেদনশীল ও মানবিক ভূমিকা এলাকাবাসীর প্রশংসা কুড়িয়েছে। পুলিশের এই উদ্যোগে খুশি ওই পরিবারের সদস্যরা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
Post Comment