নিজস্ব প্রতিনিধি, ঝালদা
কোটি টাকার আলোয় পুজোর আগেই ঝালদা শহর আলোকিত হতে চলেছে। গ্রিনসিটি প্রকল্পের অধীনে ঝালদা দুই নম্বর ওয়ার্ডের মিশ্র বাসন্তি মন্দির ও নতুন বাঘমুন্ডি রোডে আধুনিক পথবাতি বসানোর কাজের শুভসূচনা হলো সোমবার। ঝালদা পৌরসভার উদ্যোগে এই প্রকল্পের উদ্বোধন করেন পৌরপ্রধান সুরেশ আগরওয়াল।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-পৌরপ্রধান সুদীপ কর্মকার, কাউন্সিলর বিজয় কান্দু, বিপ্লব কয়াল, জবা মাছুয়ার ও রেজুয়ান খাতুন।
পৌরপ্রধান সুরেশ আগরওয়াল জানান, “দুর্গাপুজোর আগেই ঝালদা শহরকে আলোয় আলোকিত করতে এক কোটি বাইশ লক্ষ টাকা ব্যয়ে গ্রিনসিটি প্রকল্পে প্রায় ৪৫০টি আধুনিক এলইডি পথবাতি বসানো হবে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ও ওয়ার্ডে।”
এলাকাবাসী ভোলানাথ মিশ্র এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “ঝালদা পৌরসভার এই পদক্ষেপে আমরা খুশি। শহর আলোকিত হলে সাধারণ মানুষের যাতায়াত যেমন সহজ হবে, তেমনি শহরের সৌন্দর্যও বাড়বে।”
Post Comment