নিজস্ব প্রতিনিধি,কোটশিলা :
নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে গেল জলের ট্যাঙ্কার বহনকারী ট্রাক্টর। তার জেরে মৃত্যু হল চালকের। আহত আর একজন। ঘটনাটি ঘটেছে কোটশিলা থানা এলাকায়। পুলিশ জানিয়েছে মৃতের নাম – অপু মাহাত ওরফে জিতেন্দ্র (৩০)। তার বাড়ি কোটশিলা থানার হরতান গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার বিকালে একটি ট্রাক্টর রিগিদ গ্রাম পঞ্চায়েত কার্যালয় থেকে জলের ট্যাঙ্ক নিয়ে হরতান গ্রামের দিকে যাচ্ছিল।পথে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি রাস্তার পাশে উল্টে যায়। স্থানীয় বাসিন্দা ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে চালক ও আরোহীকে উদ্ধার করে কোটশিলা গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চালককে মৃত বলে ঘোষণা করেন। ট্রাক্টরে থাকা অপর এক যুবক প্রফুল্ল মাহাত হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ জানিয়েছে মঙ্গলবার দেহটির ময়না তদন্ত করা হবে।
Post Comment