insta logo
Loading ...
×

কোটশিলায় চোলাই মদের বিরুদ্ধে প্রতিবাদে লাঠির ঘায়ে জখম মহিলা

কোটশিলায় চোলাই মদের বিরুদ্ধে প্রতিবাদে লাঠির ঘায়ে জখম মহিলা

নিজস্ব প্রতিনিধি , কোটশিলা:

চোলাই মদের বিরুদ্ধে প্রতিবাদে নেমে লাঠির আঘাতে গুরুতর জখম হলেন এক মহিলা। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে কোটশিলা থানার মুরগুমা গ্রামে। পুলিশ সূত্রে খবর, চোলাই মদের কারবার বন্ধ করতে এদিন গ্রামের মহিলারা একত্রিত হয়ে মিছিল করেন এবং চোলাই কারবারিদের হুঁশিয়ারি দেন। সেই সময়ই ফাল্গুনী মাহাতোর মাথায় লাঠি দিয়ে আঘাত করে অভিযুক্তরা। অভিযোগ, লাঠির পাশাপাশি ঘুসিও মারা হয় তাঁকে।

ফাল্গুনীর স্বামী নবীন মাহাতের লিখিত অভিযোগের ভিত্তিতে এক চোলাই কারবারি, তার স্ত্রী ও বোনের বিরুদ্ধে মামলা রুজু করেছে কোটশিলা থানার পুলিশ। তবে শুক্রবার রাত পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।

Post Comment