নিজস্ব প্রতিনিধি , মানবাজার :
চাষের মরশুমে জলসংকট দীর্ঘদিনের সমস্যা ছিল। মানবাজার ২ নং ব্লকের সনকুড়া ও আশপাশের এলাকায় সেই সমস্যা মেটাতে চেক ড্যাম নির্মাণ হলো।
নাবার্ডের অর্থানুকূল্যে তৈরি হল এই নতুন চেক ড্যাম। রানীবাঁধ এস.ই.ডি.সি এবং কুলন্দরী নদী ক্ষুদ্র জলবিভাজিকা কমিটির যৌথ উদ্যোগে মানবাজার ২ নম্বর ব্লকের বুড়িবাঁধ গ্রাম পঞ্চায়েতের সনকুড়া মৌজায় প্রায় ১৫ লক্ষ টাকা ব্যয়ে গড়ে উঠেছে এই জলসংরক্ষণ প্রকল্প।
সোমবার সকালে চেক ড্যামের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ হংসেশ্বর মাহাতো, মানবাজার ২ নং পঞ্চায়েত সমিতির সভাপতি বাসন্তী মাহাতো, সমাজকর্মী সুধীর সরেন, দীনবন্ধু হালদার, সাগুন মুর্মু, সঞ্জয় হাঁসদা, জহর মাহাত, স্বপন মাহাত, সন্তোষ মুর্মু, দেবাশীষ মাহাত, বড়গড়িয়া-জামতোড়িয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান শিল্পা হালদার, সদস্য কৃষ্ণপদ সিং, জলবিভাজিকা কমিটির কৌশিক মাহাত ও নাবার্ডের রাখহরি নায়েক প্রমুখ।
চেক ড্যাম গড়ে ওঠায় কৃষির মরশুমে জল সমস্যার অনেকটাই সমাধান হবে বলে আশা করছেন কৃষকরা। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, বর্ষায় জমে থাকা জল সংরক্ষণ করে এই ড্যাম চাষবাসে বড় ভরসা হয়ে উঠবে।
“বছরের একটা বড় সময় জল না থাকায় জমি পড়ে থাকত। এখন সেচের সুবিধা পেলে ধান ছাড়াও আরও চাষ হবে,” বলছেন বাসিন্দারা।
Post Comment