নিজস্ব প্রতিনিধি , পুরুলিয়া :
কুয়ো থেকে উদ্ধার হল এক বধূর দেহ। ঘটনাটি ঘটেছে পুরুলিয়া মফস্বল থানার পাঁড়েডি গ্রামে। ঘটনায় চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। খুনের অভিযোগে স্বামীকে গ্রেফতার করল পুরুলিয়া মফস্বল থানার পুলিশ। ধৃতের নাম রাধাগোবিন্দ পান্ডে। বুধবার তাকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে বিচারক তাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।
মৃত বধূর নাম রাত্রি কুমারী পান্ডে (২৬)। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার সকাল থেকে নিখোঁজ ছিলেন তিনি। মঙ্গলবার সকালে তাঁর দেহ বাড়ির পাশের একটি কুয়ো থেকে উদ্ধার হয়। প্রাথমিক তদন্তের পর পুলিশ রাধাগোবিন্দ-সহ মোট পাঁচজনের বিরুদ্ধে খুনের মামলা রুজু করেছে।
মৃতার বাবার অভিযোগের ভিত্তিতে শুরু হয়েছে তদন্ত। ঝাড়খণ্ডের হাজারিবাগ জেলার পদ্মা থানার অন্তর্গত নওয়াডি গ্রামের বাসিন্দা শম্ভু তেওয়াড়ি পুলিশকে অভিযোগে জানিয়েছেন, ২০১৭ সালে রাত্রির বিয়ে হয় রাধাগোবিন্দের সঙ্গে। বিয়ের সময় যৌতুক হিসেবে নগদ দেড় লক্ষ টাকা ও একটি মোটরবাইক দেওয়া হয়েছিল। এরপরেও শ্বশুরবাড়ির লোকজনের অত্যাচার কমেনি।
শম্ভুবাবুর দাবি, বছর বছর নতুন দাবি তোলা হচ্ছিল। তার মেয়ে মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হচ্ছিল নিয়মিত। শেষমেশ সেই নির্যাতনের পরিণামই কি এমন করুণ মৃত্যুর দিকে নিয়ে গেল?— প্রশ্ন উঠেছে গ্রামবাসীদের মধ্যেও।
পুলিশ জানিয়েছে, রাত্রির দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে।
Post Comment