নিজস্ব প্রতিনিধি , কাশিপুর:
কাশিপুরে টোটো চুরির ঘটনায় তদন্তে নেমে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুরুলিয়ার কাশিপুর থানার পুলিশ। ধৃতের নাম কৃষ্ণ গরাই। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তার বাড়ি পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বর থানার বাঙ্গালপাড়া চার নম্বর কলোনিতে।
পুলিশ জানায়, ১২ এপ্রিল ভালাগোড়া গ্রামের বাসিন্দা মৃত্যুঞ্জয় গাঙ্গুলী কাশিপুর থানায় অভিযোগ দায়ের করেন, মধ্যরাতে তার বাড়ির পাশ থেকে একটি টোটো চুরি হয়ে গিয়েছে। অভিযোগের ভিত্তিতে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা রুজু হয়। তদন্তে নেমে কৃষ্ণ গরাইকে গ্রেফতার করে পুলিশ।
রবিবার তাকে রঘুনাথপুর মহকুমা আদালতে তোলা হলে আদালত চার দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়।
Post Comment