নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া:
পুজোর আবহেই প্রকাশিত হল ‘বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৫’-এর জেলা পুরস্কার। চারটি বিভাগে পুরুলিয়ার একাধিক পূজা কমিটি এ বার গৌরবের আসন দখল করল।
‘সেরা পুজো’-র খেতাব পেয়েছে ঝালদা নামোপাড়া সর্বজনীন দুর্গোৎসব সমিতি। পাশাপাশি এই পুরস্কার গেছে নিতুড়িয়া দুবেশ্বরী কোলিয়ারী সর্বজনীন দুর্গা পূজা কমিটি ও পুরুলিয়া সদর মহকুমার ঐতিহ্যবাহী চকবাজার ষোলোআনার ঝুলিতেও।
‘সেরা প্রতিমা’-র জন্য এ বছর নির্বাচিত হয়েছে রঘুনাথপুর তাঁতীপাড়া ষোলোআনা দুর্গা পূজা কমিটি, নিতুড়িয়ার সরবড়ি সার্বজনীন দুর্গোৎসব এবং মানবাজার মহকুমার ইন্দকুড়ি সার্বজনীন দুর্গোৎসব কমিটি। শিল্পীর হাতের ছোঁয়ায় গড়া এই প্রতিমাগুলি দর্শকদের নজর কেড়েছে পুজোর প্রথম থেকেই।
‘সেরা মণ্ডপ’ পুরস্কার পেয়েছে সদর মহকুমার সুভাষপল্লী (সিন্দারপট্টি) সর্বজনীন দুর্গোৎসব কমিটি, মানবাজার গ্রাম্য যোগাশ্রম সর্বজনীন দুর্গা পূজা কমিটি এবং আমলাপাড়া সর্বজনীন দুর্গা পূজা কমিটি। অভিনব নকশা, কারুকাজ আর স্থানীয় শিল্পকলার সংমিশ্রণেই এগুলি আলাদা মাত্রা পেয়েছে।
‘সেরা সমাজ সচেতনতা’-য় সম্মানিত হয়েছে পুরুলিয়া সদর মহকুমার রেনী রোড দেবীমালা সর্বজনীন দুর্গা পূজা কমিটি, নর্থলেক রোড সর্বজনীন দুর্গোৎসব জয়তারা কমিটি এবং তেলকলপাড়া ষোলোআনা দুর্গা পূজা কমিটি। সামাজিক বার্তা ছড়িয়ে দিতে ও জনমুখী কর্মসূচির জন্য এই স্বীকৃতি।
জেলার পূজা কমিটিগুলির হাতে এই পুরস্কার তুলে দেওয়ায় উৎসবের আনন্দ আরও বহুগুণ বেড়ে গেল। পূজা কমিটিগুলির উদ্যোক্তাদের দাবি, এই সম্মান ভবিষ্যতে তাদের আরও অনুপ্রেরণা জোগাবে।
Post Comment