নিজস্ব প্রতিনিধি, হুড়া :
সব পরিশ্রম গেল জলে। পাচার করা হল না কাঠ। তার আগেই বেআইনি কাঠ বোঝাই ট্রাক বাজেয়াপ্ত করল পুরুলিয়ার কংসাবতী উত্তর বনবিভাগের হুড়া রেঞ্জ। বন দফতর সূত্রে জানা গিয়েছে রবিবার দুপুরে ত্রিপল মোড়া একটি ছোট ট্রাক ভাগাবাঁধ দিক থেকে লালপুরের দিকে আসছিল। সন্দেহ হওয়ায় গাড়িটিকে ধাওয়া করেন বন কর্মীরা। বিপদ বুঝে ট্রাকটি থামিয়ে চালক ও অন্যান্যরা চম্পট দেয়। বন কর্মীরা গাড়ির ত্রিপল সরিয়ে দেখেন প্রচুর পরিমাণে কাঠের গুঁড়ি বোঝাই রয়েছে তাতে। বন দফতর সূত্রে জানা গেছে অর্জুন, শিরীষ প্রভৃতি গাছের প্রায় ৩ কিউবিক মিটার লগ ওই গাড়িতে ছিল।
প্রাথমিক তদন্তে বন দফতর জানতে পেরেছে অবৈধ ভাবে মধুবন এলাকায় ব্যক্তিগত মালিকানাধীন জমিতে থাকা একাধিক গাছ কেটে টুকরো টুকরো করে সেগুলি কোথাও পাচার হচ্ছিল। গাড়ির মালিকের খোঁজ চালাচ্ছে বন দফতর।
Post Comment