insta logo
Loading ...
×

কাউন্সিলারদের ‘ভাইরাস’ কটাক্ষে ‘উপহার’ জেলা সভাপতি পদ

কাউন্সিলারদের ‘ভাইরাস’ কটাক্ষে ‘উপহার’ জেলা সভাপতি পদ

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :

নতুন জেলা সভাপতি পর এবার শাখা সংগঠনগুলিতেও সভাপতি মনোনয়ন করলো তৃণমূল। বদল এসেছে তৃণমূল জেলা যুব সভাপতি পদে বদল এসেছে মহিলা তৃণমূল জেলা সভানেত্রী পদেও। তবে তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির জেলা সভাপতি পদে আসেনি বদল। সেই পদে রয়ে গেছেন উজ্জ্বল কুমার।
তৃণমূল জেলা যুব সভাপতি ছিলেন মেঘদুত মাহাতো। দলের অভ্যন্তরেই অভিযোগ, যুব সংগঠনের জেলার মাথা হিসেবে যে সকল কর্মসূচি নেওয়ার কথা, সে সব থেকে শত হস্ত দূরে ছিলেন তিনি। ফলে জেলা তৃণমূল যুব সংগঠন নড়বড়ে হয়ে গিয়েছে। এবার তাঁর স্থলে আনা হয়েছে ডাকাবুকো যুব নেতা বলে পরিচিত গৌরব সিংকে। কয়েকদিন আগেই পুরুলিয়া পৌরসভার কাউন্সিলারদের ভাইরাস বলে কটাক্ষ করে ভাইরাল হয়েছিলেন গৌরব। দলে জোর প্রশ্ন, সেই কটাক্ষেই কি মিলল উপহার? প্রসঙ্গত, গৌরব সিং একসময় বজরং দল ও তার আগে এসএফআই-এর সঙ্গে যুক্ত ছিলেন।

অন্যদিকে জেলা মহিলা তৃণমূল কংগ্রেস সভানেত্রীর পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বর্ষীয়ান নেত্রী সুমিতা সিংহ মল্লকে। তাঁর স্থলাভিষিক্তা হয়েছেন পাড়া বিধানসভার প্রাক্তন বিধায়ক মিনু বাউরি। সিপিআইএম দলের বিধায়ক ছিলেন তিনি। পরে যোগ দেন তৃণমূল কংগ্রেসে। ২০১৯ সালে ছিলেন তৃণমূলে জেলার তিন পর্যবেক্ষকের অন্যতম।

অন্যদিকে আইএনটিটিইউসি জেলা সভাপতি পদে বহাল রাখা হয়েছে উজ্জ্বল কুমারকেই। তাঁর সাংগঠনিক ক্ষমতার ওপর বিশ্বাস রেখেছে দল।

সামনের বছরই বিধানসভা নির্বাচন। শাখা সংগঠন ঢেলে সাজিয়ে কি গোষ্ঠী কোন্দল দূর করতে পারবে তৃণমূল? এই মুহূর্তে এটাই এখন লাখ নয়, কোটি টাকার প্রশ্ন।

Post Comment