insta logo
Loading ...
×

কাঁধে নিয়ে উমা বিদায় বলরামপুরে, মাতলো রাবন দহনে

কাঁধে নিয়ে উমা বিদায় বলরামপুরে, মাতলো রাবন দহনে

বিশ্বজিৎ সিং সর্দার, বলরামপুর :

পঞ্চকোট রাজপরিবারের কাশিপুর রাজবাড়ির দুর্গা প্রতিমা কাঁধে নিয়ে বিসর্জনের চল ছিলো। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তা বদলে গিয়েছে। এখন ওই প্রতিমা ট্রাক্টরে ভাসান দেওয়া হয়। কিন্তু জঙ্গলমহল বলরামপুরের রাঙ্গাডি ষোল আনা দুর্গাপূজা কমিটির মাতৃপ্রতিমা কাঁধে করেই বিসর্জন হলো। রীতি মেনে ঐতিহ্য বজায় রেখেছে ওই পুজো কমিটি। রবিবার সকালে সেই ছবি ধরা পড়লো ওই জনপদে। এদিন মাকে কাঁধে করে নিয়ে যাওয়ার আগে মহিলারা সিঁদুর খেলায় মেতে ওঠেন। ওই খেলার মধ্যে দিয়েই বিদায় জানানো হয় উমাকে। তবে তার আগে সমগ্র গ্রাম প্রদক্ষিণ হয়। প্রদক্ষিণ পর্ব শেষে ভাষানটাড় বা রাবণপুড়া মাঠে মাকে রাখা হয়। রাবণ দহনের মধ্য দিয়েই বিসর্জন হয় মায়ের। বিসর্জনের জন্য মাকে কাঁধে নিয়ে যাওয়ার কাজে সমগ্র গ্রাম শামিল হয়। কাঁধে মাকে নিয়ে যেতে কষ্ট হলেও ভক্তি আর আনন্দে তা লাঘব হয়ে যায়। ওই পুজো কমিটির সভাপতি উৎপল দত্ত বলেন,”এই পুজো শতবর্ষ প্রাচীন। আমাদের এই পুজোয় বিসর্জনে রীতি রয়েছে মাকে কাঁধে করে ভাসান দেওয়ার। এই কাজ কষ্টের হলেও এই রীতি চলছে। “একদিকে মায়ের ভাসান। সেই সঙ্গে ভাসানকে ঘিরে রাবন দহন দেখতে ভিড় উপচে পড়ে বলরামপুরের ওই গ্রামে।

দেখুন ভিডিও

Post Comment