নিজস্ব প্রতিনিধি , পাড়া
লোকালয়ে আচমকা দেখা মিলল একটি ময়ূরীর। অসুস্থ অবস্থায় বসে পড়েছিল রাস্তার ধারে। দেখতে ভিড় জমালেন কৌতূহলী মানুষজন। পরে সেটিকে উদ্ধার করে বন দফতরের হাতে তুলে দিলেন স্থানীয় বাসিন্দারাই।
ঘটনাটি ঘটেছে শনিবার বিকেলে, পুরুলিয়ার পাড়া থানার কাঁকডিহা মোড়ের অদূরে দুবড়া কবরস্থানের কাছে। প্রত্যক্ষদর্শীদের কথায়, “বিকেলবেলা হঠাৎ দেখি একটা ময়ূরী কবরস্থানের পাশে ঘোরাঘুরি করছে। কিছুক্ষণ পরেই ওটা এক জায়গায় বসে পড়ে, উঠছেও না। তখনই সন্দেহ হয়।”
এরপর এলাকার মানুষজন একত্রিত হয়ে ময়ূরীটিকে সাবধানে উদ্ধার করেন এবং নিয়ে যান পাড়া থানায়। খবর দেওয়া হয় বন দফতরকে।
পরে কংসাবতী উত্তর বনবিভাগের পুরুলিয়া-পাড়া রেঞ্জের বনকর্মীরা এসে পূর্ণবয়স্ক ওই ময়ূরীটিকে নিজেদের হেফাজতে নেন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, পাখিটি ক্লান্ত বা অসুস্থ হয়ে পড়েছিল।
বন দফতর সূত্রে জানা গিয়েছে, ময়ূরীটির শারীরিক পরীক্ষা করে তার চিকিৎসার ব্যবস্থা করা হবে। পরবর্তী সময়ে তাকে তার উপযুক্ত বাসস্থানে ছেড়ে দেওয়া হবে।
Post Comment