নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি। বয়স্করা বলছেন এমন বৃষ্টি স্মরণাতীত কালে দেখেননি তাঁরা। আবার আবহাওয়া দপ্তরের রিপোর্টও বলছে রেকর্ড বৃষ্টির কথা।
১৯ জুন থেকে ২৮ জুলাই। এর মধ্যে এমন কোন দিন ছিল না যেদিন জেলার কোন না কোন প্রান্তে বৃষ্টি হয়নি। ২৯ জুলাই জেলার প্রতিটি প্রান্ত ছিল বৃষ্টিহীন। আর তারপর গতকাল ১০ আগস্ট জেলার কোন প্রান্তেই বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।
এদিকে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বুধবার ফের জোর বৃষ্টি হতে পারে পুরুলিয়ায়। তবে তার মাঝে দুদিন ভ্যাপসা গরম ফিরবে।










Post Comment