নিজস্ব প্রতিনিধি, আদ্রা :
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা মণ্ডলে এবার পালিত হলো এক ভিন্নধর্মী অভিযান। শুধু প্রতীকী অনুষ্ঠানে থেমে না থেকে, ২২ মে থেকে ৫ জুন পর্যন্ত টানা ১৪ দিন ধরে পরিবেশ রক্ষায় নেওয়া হলো একাধিক বাস্তবধর্মী পদক্ষেপ।
আদ্রা ডিআরএম সুমিত নারুলার নেতৃত্বে গোটা মণ্ডলের সব অফিস, স্টেশন, কর্মী ও আধিকারিকেরা এই কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নেন।
অভিযান শুরু হয় আদ্রায় পরিবেশ রক্ষার শপথ নিয়ে। এবারের মূল বার্তা ছিল—“প্লাস্টিক দূষণ বন্ধ করুন”। প্লাস্টিক কী ক্ষতি করে, স্টেশন পরিষ্কার রাখা, খোলা জায়গায় শৌচ বন্ধ এবং পরিবেশবান্ধব জীবনযাত্রা নিয়ে যাত্রীদের মধ্যে সচেতনতা ছড়ানো হয়।
স্টেশনগুলিতে লাগানো হয় পোস্টার, দেখানো হয় ভিডিও, দেওয়া হয় ডিজিটাল বার্তা। স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থার সহায়তায় পরিবেশ নিয়ে পথনাটিকা হয়। যাত্রীদের বলা হয়—একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বাদ দিয়ে নিজেদের বোতল আর লাঞ্চবক্স নিয়ে ট্রেনে সফর করুন।
রেলকর্মীদের জন্য আয়োজন হয় বর্জ্য ব্যবস্থাপনা, রিসাইক্লিং আর পরিবেশবান্ধব পণ্য নিয়ে কর্মশালা। যাত্রীদের সচেতন করতে স্টেশনে বসানো হয় আলাদা আলাদা বর্জ্য বিন।
এই অভিযানে লাগানো হয়েছে ৬০০০-এর বেশি গাছ। স্টেশন, ডিপো ও কলোনি জুড়ে হয়েছে প্লাস্টিক পরিষ্কার অভিযান। কর্মীদের শেখানো হয়েছে জৈব ও অজৈব বর্জ্য আলাদা করে ফেলতে এবং কীভাবে তা সঠিকভাবে ডিজপোজ করতে হয়।
পরিবেশ বাঁচাতে প্রযুক্তির ব্যবহার করছে রেল। ২৫টি স্টেশন, ১০টি পরিষেবা ভবন ও ২১টি লেভেল ক্রসিংয়ের ছাদে বসানো হয়েছে সৌর প্যানেল। পুরনো মোটর বদলে বসানো হয়েছে বিদ্যুৎ সাশ্রয়ী আই ই ৩ মোটর। বসানো হয়েছে ৯টি আধুনিক শক্তি নিয়ন্ত্রক যন্ত্র, ১৩টি সাশ্রয়ী ট্রান্সফর্মার, ৯৭টি ফাইভ-স্টার এসি ও ২৫৮৭টি বিএলডিসি ফ্যান।
ফলে উৎপাদিত হয়েছে ৮,৫৪,৯৯২ ইউনিট সৌর বিদ্যুৎ। বিদ্যুৎ খরচ কমেছে প্রায় ১.৩২ কোটি টাকা।
নজর দেওয়া হয়েছে নিরাপত্তার দিকেও।
৪৩৮৮টি রেল কোয়ার্টার, ৩৩৬টি অফিস এবং ১৬৬৫টি স্টেশনে হয়েছে তার সংযোগের বিশেষ পরীক্ষা। ৯৭টি স্টেশনে হয়েছে আর্থিং চেক, ৫৭টি হাই মাস্ট লাইটের স্বাস্থ্য পরীক্ষা ও ১৩৩টি কোয়ার্টারে নতুন করে তার বসানো হয়েছে।
জল সংরক্ষণের কাজেও এসেছে অগ্রগতি। বোকারো স্টেশনে বসানো হচ্ছে জল পুনঃব্যবহার করার যন্ত্র। পুরুলিয়ায় তৈরি হচ্ছে নিকাশি জল পরিশোধনের প্ল্যান্ট। ১৫টি জায়গায় তৈরি হয়েছে রেন ওয়াটার হার্ভেস্টিং। ভবিষ্যতে আরও জায়গায় বসানো হবে জল ও বর্জ্য ব্যবস্থাপনার যন্ত্র, আর ‘কঙ্গো জঙ্গল’ নামে গাছ লাগানোর নতুন উদ্যোগও চলছে।
পরিবেশ দিবস মানেই একদিনের অনুষ্ঠান—এই ধারণা বদলেছে দক্ষিণ পূর্ব রেলের আদ্রা মণ্ডলের উদ্যোগ। পরিবেশবান্ধব, প্লাস্টিকমুক্ত ও সাশ্রয়ী রেল তৈরি করাই এবার লক্ষ্য। আর সেই লক্ষ্যেই আদ্রা মণ্ডল এক বড় পদক্ষেপ নিয়েছে—যা এক কথায় অনুকরণীয়।
Post Comment