নিজস্ব প্রতিনিধি,পুরুলিয়া:
ওষুধ ভেবে কার্বলিক অ্যাসিড খেয়ে নিয়েছিলেন প্রৌঢ়। এই দুর্ঘটনায় মৃত্যুর হল তার । পুলিশ জানিয়েছে মৃতের নাম সনাতন কুমার সড়ঙ্গি (৫৮)। তার বাড়ি পুরুলিয়া শহরের দুলমি এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে , ওই প্রৌঢ়ের বাড়িতে রাখা ছিল কার্বলিক অ্যাসিড । মঙ্গলবার রাতে ওষুধ ভেবে ভুল করে বাড়িতে থাকা ওই কার্বলিক অ্যাসিড খেয়ে ফেলেন তিনি। পরে অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ওই প্রৌঢ়কে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে মৃত ব্যক্তি দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের হাতোয়াড়া ক্যাম্পাসে কাজ করতেন। এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুরুলিয়া সদর থানার পুলিশ।
Post Comment