insta logo
Loading ...
×

ঐতিহাসিক হুল স্মরণে বৃষ্টি উপেক্ষা করে মাতলো পুরুলিয়া

ঐতিহাসিক হুল স্মরণে বৃষ্টি উপেক্ষা করে মাতলো পুরুলিয়া

পুরুলিয়া মিরর ডিজিটাল ডেস্ক:

১৮৫৫ সালের ৩০ জুন। ভগনাডিহির মাঠে তির-ধনুক হাতে ব্রিটিশ সাম্রাজ্যবাদ ও জমিদারি শোষণের বিরুদ্ধে সাঁওতালরা সূচনা করেছিল এক রক্তক্ষয়ী গণ-বিদ্রোহের। সেই ‘হুল’ আজ ১৭১ বছরে পা দিল। সোমবার জেলা জুড়ে উদযাপিত হল সেই বিপ্লবের দিন হুল দিবস। ইতিহাসের পাতায় লেখা সিধু-কানু ও তাঁদের নেতৃত্বে সংঘটিত সাঁওতাল বিদ্রোহকে স্মরণ করে একাধিক সরকারি ও বেসরকারি অনুষ্ঠান অনুষ্ঠিত হল পুরুলিয়ার বিভিন্ন প্রান্তে।

বলরামপুরে সরকারি অনুষ্ঠান, কৃতীদের সম্মাননা

হুল দিবসের মূল সরকারি অনুষ্ঠানটি আয়োজিত হয় বলরামপুর কিষান মান্ডিতে। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সন্ধ্যারানি টুডু, জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো, সহ-সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন মন্ত্রী শান্তিরাম মাহাতো, বিধায়ক রাজীব লোচন সরেন, বিধায়ক সুশান্ত মাহাতো, সমাজসেবী গুরুপদ টুডু সহ বিশিষ্টজনেরা। অনুষ্ঠানে জেলার কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা জানিয়ে উৎসাহিত করা হয় আগামী প্রজন্মকে।বেশ কিছু মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর হাতে ট্যাব ও ল্যাপটপ তুলে দেওয়া হয়।আদিবাসী গুণীজনদের নিয়ে আয়োজিত হয় মনোজ্ঞ আলোচনা।

ধসকায় সিধু-কানুর পূর্ণাবয়ব মূর্তি উন্মোচন

বাঘমুন্ডির ধসকা গ্রামে সিধু-কানুর পূর্ণাবয়ব মূর্তির উন্মোচন করেন বিধায়ক সুশান্ত মাহাতো। বহুদিনের দাবির বাস্তবায়নে খুশি গ্রামবাসীরা। উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি মল্লিকা চক্রবর্তী, সহ-সভাপতি মানস মেহেতা সহ জনপ্রতিনিধিরা। এলাকাবাসী এই উদ্যোগের জন্য বিধায়ককে ধন্যবাদ জানান।

আড়শায় ফরওয়ার্ড ব্লকের স্মরণসভা

সারা ভারত ফরওয়ার্ড ব্লক-এর পুরুলিয়া জেলা কমিটির উদ্যোগে হুল দিবস পালিত হয় আড়শার সিরকাবাদ পার্টি অফিসে। শহিদদের স্মরণে বক্তব্য রাখেন জেলা সম্পাদক মিহির মাঝি, রাজ্য কমিটির সদস্য অসীম সিনহা ও ধীরেন মাহাতো। ঐতিহাসিক বিদ্রোহের তাৎপর্য তুলে ধরা হয় দলীয় কর্মীদের মধ্যে।

শিকরাডিতে নৃত্য, সংগীত ও আবক্ষ মূর্তির ভিত্তিপ্রস্তর

মানবাজার ১ নম্বর ব্লকের বিশরী অঞ্চলের শিকরাডি গ্রামে ধামসা-মাদল ও আদিবাসী নৃত্যের মধ্যে দিয়ে উদযাপিত হল হুল দিবস। পতাকা উত্তোলন করেন বিশরী গ্রাম পঞ্চায়েত প্রধান সজ্জিতা বেশরা। সিধু-কানু ও বিরসা মুন্ডার প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন এবং তিনজনের আবক্ষ মূর্তির ভিত্তিপ্রস্তর স্থাপন হয় ভূমি পূজার মাধ্যমে। উপস্থিত ছিলেন সহ-সভাপতি দিলীপ পাত্র ও অন্যান্য বিশিষ্টজনেরা।

পুঞ্চায় সন্ধ্যারানি-সুজয়ের যুগল উপস্থিতি

দীর্ঘদিন পর এক মঞ্চে দেখা গেল পশ্চিমাঞ্চল উন্নয়ন মন্ত্রী সন্ধ্যারানি টুডু এবং জেলা সহ-সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়কে। ছিলেন গুরুপদ টুডুকেও। পুঞ্চার দলাহা মোড়ে শুরু হওয়া ‘হুল মাহা মানাও’ শোভাযাত্রা শেষ হয় আদিবাসী ল্যাম্পস প্রাঙ্গণে। অনুষ্ঠানে সিধু-কানুর মূর্তিতে মাল্যদান করেন উপস্থিত বিশিষ্টরা, যার মধ্যে ছিলেন সমাজসেবী গুরুপদ টুডু ও পঞ্চায়েত সমিতির সভাপতি অনিল বরন সহিস প্রমুখ।

Post Comment