নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :
চুরি হয়েছিলো ১টি সাইকেল। উদ্ধার হলো চুরি যাওয়া তিনটি সাইকেল। পুরুলিয়া সদর থানার তৎপরতায় ৪৮ ঘন্টার মধ্যে ধরা পড়লো সাইকেল চোর। শহরের প্রখ্যাত নৃত্যশিল্পীর বাড়ি থেকে সাইকেলটও চুরি যায় গত রবিবার। বাড়ির সিসিটিভি ফুটেজ এর সুত্র ধরে চোরকে সনাক্ত করে পুলিশ। মঙ্গলবার তাকে ধরে এনে জিজ্ঞাসাবাদ করতেই উদ্ধার হয় সাইকেল। শুধু ওই সাইকেলটি নয়, আরো ২টি সাইকেল চোরের দখল্ব ছিল। সেই দুটি সাইকেলও উদ্ধার হয়েছে।

সুমিত রায়ের ছেলে।
হারানো সাইকেল ফিরে পেয়ে বেজায় খুশি নৃত্যশিল্পীর কিশোর পুত্র। পুলিশ প্রশাসনকে কৃতজ্ঞতা জানিয়েছেন ওই শিল্পী ও তাঁর পরিবার।
Post Comment