নিজস্ব প্রতিনিধি, বান্দোয়ান:
এক জোড়া পাইথন উদ্ধার করে জঙ্গলে ছেড়ে দিল বন দফতর। মঙ্গলবার সকালে প্রথমে কংসাবতী দক্ষিণ বন বিভাগের বান্দোয়ান ১ নং রেঞ্জের ভালু জলাধারের পাশ থেকে একটি প্রায় ৬ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার হয়। এরপর বান্দোয়ান ব্লক সদর এলাকার এক চাষির জমির বেড়ার জালে ধরা পড়ে আরও একটি রক পাইথন। খবর পেয়ে বন দফতরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৭ ফুট লম্বা ওই পাইথনটিকেও উদ্ধার করেন। বন দফতর জানিয়েছে, দুটি সাপই সুস্থ ছিল। পরে সেগুলিকে নিরাপদে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়।
Post Comment