insta logo
Loading ...
×

আরটিও অফিসারের পরিচয় দিয়ে চাকরির প্রতারণা,গ্রেফতার কোটশিলায়

আরটিও অফিসারের পরিচয় দিয়ে চাকরির প্রতারণা,গ্রেফতার কোটশিলায়

নিজস্ব প্রতিনিধি, কোটশিলা:


আরটিও অফিসারের পরিচয় দিয়ে এমভিআই অফিসে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে লক্ষাধিক টাকার প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুরুলিয়ার কোটশিলা থানার পুলিশ। ধৃতের নাম উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়। বাড়ি কোটশিলা থানার মোহনপুর গ্রামে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ৩ আগস্ট কোটশিলার বাসিন্দা ঈশ্বর কুমার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি জানান, অভিযুক্ত ব্যক্তি আরটিও অফিসারের পরিচয় দিয়ে তার সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলেন। এবং জানিয়েছিলেন যে ঝালদা মহকুমায় একটি নতুন এমভিআই অফিস চালু হবে। সেখানে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে চলতি বছরের এপ্রিল থেকে মে মাসের মধ্যে ধাপে ধাপে বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে দুই লক্ষ টাকারও বেশি অর্থ নেন অভিযুক্ত। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে চাকরি না হওয়ায় টাকা ফেরত চাওয়া হলে অভিযুক্ত তাকে খুনের হুমকি দেন বলেও অভিযোগে উল্লেখ রয়েছে। অভিযোগের ভিত্তিতে প্রতারণার মামলা রুজু করে তদন্তে নামে পুলিশ। প্রাথমিক তদন্তে প্রমাণ হাতে পেয়ে শনিবার উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করা হয়।
রবিবার ধৃতকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে আদালত তাকে তিন দিনের পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেয়।

Post Comment