insta logo
Loading ...
×

আবারও মৃত্যু পরিযায়ী শ্রমিকের, গুজরাটে কাজ করতে গিয়ে প্রাণ গেল বলরামপুরের যুবকের

আবারও মৃত্যু পরিযায়ী শ্রমিকের, গুজরাটে কাজ করতে গিয়ে প্রাণ গেল বলরামপুরের যুবকের

নিজস্ব প্রতিনিধি , বলরামপুর:

ভিন রাজ্যে কাজ করতে গিয়ে ফের মৃত্যু হল পুরুলিয়ার আরেক পরিযায়ী শ্রমিকের। গুজরাটের আমেদাবাদে নির্মাণ সংস্থায় কাজ করার সময় দুর্ঘটনায় প্রাণ হারালেন বলরামপুর ব্লকের বড় চাতরমা গ্রামের সুকু হাঁসদা (৩০)।

পরিবার সূত্রে জানা গেছে, মাস কয়েক আগে জীবিকার সন্ধানে গুজরাটে পাড়ি দিয়েছিলেন সুকু। নির্মাণ কাজে যুক্ত থাকার সময় একটি বহুতল ভবনে কাজ করার সময় উঁচু থেকে পড়ে গুরুতর জখম হন তিনি। দীর্ঘদিন আমেদাবাদের একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গত শনিবার তাঁর মৃত্যু হয়।

সোমবার সকাল এগারোটা নাগাদ গ্রামের মাটিতে ফিরে আসে তাঁর নিথর দেহ। গোটা বড় চাতরমা গ্রামজুড়ে নেমে আসে শোকের ছায়া। সুকু হাঁসদা ছিলেন পরিবারে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তাঁর অকালমৃত্যুতে কার্যত দিশেহারা হয়ে পড়েছে পরিবার। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মৃত যুবকের বৃদ্ধা মা সরকারের কাছে আর্থিক সহায়তার আর্জি জানিয়েছেন।

উল্লেখযোগ্যভাবে, চলতি জুলাই মাসেই ভিন রাজ্যে কাজে গিয়ে বলরামপুর ব্লকের তিন যুবকের মৃত্যু হল। সুকুর আগে প্রাণ হারিয়েছেন বড় উরমা গ্রামের তারকেশ্বর মাহাতো এবং হাঁড়াৎ শালডি গ্রামের হলধর সিং সর্দার।

প্রতিনিয়ত কাজের খোঁজে ভিন রাজ্যে পাড়ি দিচ্ছেন পুরুলিয়ার অসংখ্য যুবক। কিন্তু সেই খোঁজে গিয়ে এমন মৃত্যুর মিছিল ফের একবার প্রমাণ করল—জীবিকার টানে ঝুঁকি কতটা বড় হয়ে উঠছে এই জেলার মানুষের কাছে।

Post Comment