insta logo
Loading ...
×

আবার নিম্নচাপ, দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস, পুরুলিয়ায় কবে থেকে বৃষ্টি শুরু?

আবার নিম্নচাপ, দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস, পুরুলিয়ায় কবে থেকে বৃষ্টি শুরু?

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :

চলতি বর্ষা মরশুমে আবারও নিম্নচাপ সৃষ্টি হলো বঙ্গোপসাগরে। আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, ২৩ জুলাই থেকে ২৭ জুলাই পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় মাঝারি থেকে ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার প্রভাব পড়বে পুরুলিয়াতেও। আগামীকাল, বুধবার থেকেই জেলায় বৃষ্টি শুরু হবে বলে জানানো হয়েছে। এবারের বর্ষায় এটি পঞ্চম নিম্নচাপ, এবং এর আগের চারটি নিম্নচাপ যেমন পুরুলিয়ায় বৃষ্টি এনেছিল, এইবারেও তার ব্যতিক্রম হবে না।

কৃষকদের মতে, এই সময়টায় একটি ভালো বৃষ্টির খুব প্রয়োজন ছিল। কারণ ধানচাষের মরশুমে রোপণের কাজ জোরকদমে চলছে। তবে একটানা অতিবৃষ্টি হলে সমস্যা দেখা দিতে পারে বলে আশঙ্কাও রয়েছে। যদিও আবহাওয়া দফতর আশ্বাস দিয়েছে, ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলেও অতি বৃষ্টির আশঙ্কা এই মুহূর্তে নেই।

তথ্য অনুযায়ী, চলতি বর্ষা মরশুমে (১ জুন থেকে ২১ জুলাই পর্যন্ত) পুরুলিয়া জেলায় স্বাভাবিকের থেকে ১০১.৩ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে। এই সময়ে সাধারণত যেখানে ৪৫৫.১১ মিমি বৃষ্টিপাত হয়, সেখানে এবার বৃষ্টি হয়েছে ৯১৬.০৪ মিমি, যা প্রায় দ্বিগুণ।

গতকাল, ২১ জুলাই জেলার বৃষ্টিপাতের পরিসংখ্যান অনুযায়ী সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে বাঘমুণ্ডি (১৩.২ মিমি) ও সাঁতুড়ি (১২.৮ মিমি) এলাকায়। নিতুড়িয়ায় বৃষ্টি হয়েছে ১.৪ মিমি। জেলার বাকি ১০টি ব্লকে কোনও বৃষ্টিপাত হয়নি। সব মিলিয়ে জেলার গড় বৃষ্টিপাত ছিল মাত্র ২.১১ মিমি।

এদিন জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.০ ডিগ্রি সেলসিয়াস।

Post Comment