insta logo
Loading ...
×

আদ্রা-চান্ডিল শাখায়ট্রেনে অগ্নিকাণ্ড! রেল চলাচল ব্যাহত

আদ্রা-চান্ডিল শাখায়ট্রেনে অগ্নিকাণ্ড! রেল চলাচল ব্যাহত

নিজস্ব প্রতিনিধি, বলরামপুর :

কয়লা বোঝাই পণ্যবাহী ট্রেনের ১৬ নম্বর ওয়াগনে অগ্নিকাণ্ডকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো পুরুলিয়ার বরাভূম রেল স্টেশনে। শনিবার সকাল সাড়ে ন’টার ঘটনা। আদ্রা-চান্ডিল শাখার বরাভূম স্টেশনে প্রবেশের আগে ট্রেনের গার্ড ওয়াগন থেকে ধোঁয়া বের হতে দেখে তিনি চালককে অবগত করেন। চালক তৎক্ষণাৎ ট্রেনটি স্টেশনের ডাউন মেইন লাইনে থামিয়ে দেন।
রেল কর্মীরা প্রথমে নিজেরা আগুন নেভানোর চেষ্টা করেন। পরে বরাভূম স্টেশন থেকে খবর দেওয়া হয় পুরুলিয়া দমকল বিভাগে। প্রায় আধঘণ্টা পর দমকলের একটি ইঞ্জিন পৌঁছালে ধোঁওয়া বের হওয়া ওয়াগনটি কিছুটা পিছনে থাকায় ট্রেনটিকে পুনরায় সামনে টেনে আনা হয়। পাশাপাশি নিরাপত্তার জন্য রেলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। দমকলকর্মীরা প্রায় আধ ঘন্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিভিয়ে ফেলেন। ঘটনার জেরে প্রায় দেড়ঘন্টা ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকলেও রেল কর্তৃপক্ষ ডাউন লুপ লাইনের মাধ্যমে অন্যান্য ট্রেন চলাচল স্বাভাবিক রাখে।

পুরুলিয়া দমকল বিভাগের আধিকারিক অভিজিৎকুমার বেরার অনুমান, দীর্ঘ যাত্রাপথে কয়লার ঘর্ষণ এবং ট্রেনে থাকা গ্যাসের কারণে আগুন লাগতে পারে। তবে সময়মতো পদক্ষেপ নেওয়ায় বড় দুর্ঘটনা ঠেকানো সম্ভব হয়েছে। আগুন সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে আনা হয়েছে।
,

Post Comment