নিজস্ব প্রতিনিধি, জয়পুর :
আত্মীয় বাড়িতে এসে ধর্ষণের শিকার করা হলো এক বালিকাকে । সেই ঘটনায় নাবালিকার বাবার লিখিত অভিযোগের ভিত্তিতে এক ব্যক্তিকে গ্রেফতার করল জয়পুর থানার পুলিশ। পুলিশ জানিয়েছে ধৃতের নাম স্বপন গরাই। তার বাড়ি হুড়া থানার খৈরীপীহিড়া গ্রামে। শুক্রবার ধৃতকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে, তার ১৪ দিনের জেল হেফাজত হয়। অন্যদিকে এদিন পুরুলিয়া জেলা আদালতের স্পেশাল আদালতে বছর ১১র বালিকার জবানবন্দী দেয়। পাশাপশি এদিন তার ডাক্তারি পরীক্ষাও করানো হয়।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে সম্প্রতি জয়পুর থানা এলাকার একটি গ্রামে আত্মীয়ের বাড়িতে এসেছিল অভিযুক্ত। সেখানেই বুধবার রাতে ওই বালিকাকে জোরপূর্বক ধর্ষণ করে ওই ব্যক্তি। এই মর্মে বৃহস্পতিবার জয়পুর থানায় নির্যাতিতার বাবা লিখিত অভিযোগ দায়ের করেন। যার ভিত্তিতে জয়পুর থানার পুলিশ পকসো আইনে একটি মামলা রুজু করে ওই রাতেই অভিযুক্তকে গ্রেফতার করে।










Post Comment