insta logo
Loading ...
×

আত্মসমর্পণকারী মাওবাদী স্ত্রী পিটিয়ে গ্রেফতার ‘পুলিশ’ স্বামী

আত্মসমর্পণকারী মাওবাদী স্ত্রী পিটিয়ে গ্রেফতার ‘পুলিশ’ স্বামী

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:


প্রাক্তন মাওবাদী নেত্রী তথা বর্তমানে রাজ্য পুলিশের স্পেশাল হোম গার্ড স্ত্রীর উপর শারীরিক নির্যাতন চালানো এবং দ্বিতীয় বিয়ে করার অভিযোগে গ্রেফতার হলেন এনভিএফ কর্মী কার্তিক গোপ। ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার টামনা থানার অন্তর্গত এলাকায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত কার্তিক গোপ বাঘমুন্ডির জিলিং গ্রামের বাসিন্দা। কর্মসূত্রে তিনি পুরুলিয়া জেলা পুলিশের সদর দপ্তর বেলগুমা পুলিশ লাইনে নিযুক্ত ছিলেন। বৃহস্পতিবার তাঁকে জেলা আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।

টামনা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন কার্তিকের স্ত্রী গান্ধারী লোহার। জানা গিয়েছে, বাম শাসনের সময় তিনি মাওবাদী আন্দোলনে যুক্ত হয়ে অযোধ্যা স্কোয়াডের সদস্য হিসেবে অস্ত্র হাতে তুলে নিয়েছিলেন। পরবর্তীকালে মূলস্রোতে ফিরে এসে রাজ্য সরকারের ‘আত্মসমর্পণ প্যাকেজে’ স্পেশাল হোম গার্ড পদে চাকরি পান। বর্তমানে তিনি বেলগুমা পুলিশ লাইনে কর্মরত।

পরিবার সূত্রে খবর, ২০২২ সালের ফেব্রুয়ারিতে কার্তিক ও গান্ধারীর বিয়ে হয়। বিয়ের পর তাঁরা বেলগুমার কাছে একটি ভাড়া বাড়িতে থাকতে শুরু করেন। তাঁদের একটি কন্যাসন্তানও রয়েছে। অভিযোগ, বিয়ের কিছুদিন পর থেকেই স্বামী, শ্বশুর ও শাশুড়ি তাঁর উপর মানসিক ও শারীরিক নির্যাতন চালাতেন।

অভিযোগ, গত ১৬ জুলাই স্বামী তাঁকে মারধর করে ফেলে রেখে চলে যান। এরপর গান্ধারী জানতে পারেন, কার্তিক গোপ অন্য এক মহিলাকে বিয়ে করে গ্রামের বাড়িতে গিয়েছেন। সেই খবর জানার পরই তিনি টামনা থানায় অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। অভিযুক্তকে গ্রেফতার করা হয়।

Post Comment