insta logo
Loading ...
×

আড়শায় বিষধর গোখরো উদ্ধার

আড়শায় বিষধর গোখরো উদ্ধার

নিজস্ব প্রতিনিধি,আড়শা:

এক বাড়ি থেকে বিষধর গোখরো সাপ উদ্ধার করলেন বনকর্মীরা। চাঞ্চল্য ছড়াল আড়শা রেঞ্জের সিরকাবাদ গ্রামে। সোমবার রাতের এই ঘটনায় গ্রামে আতঙ্ক ছড়ালেও বনদপ্তরের তৎপরতায় বড় বিপদ এড়ানো যায়। বনকর্মীরা জানান, সাপটিকে সতর্কতার সঙ্গে ধরার পর নিরাপদে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে।

Post Comment