নিজস্ব প্রতিনিধি, আড়শা:
অবিলম্বে ১০০ দিনের কাজ চালু সহ বিভিন্ন দাবিতে আড়শা ব্লকের মানকিয়ারী গ্রাম পঞ্চায়েতে ডেপুটেশন দিল ডিওয়াইএফআই। সোমবার ডিওয়াইএফআই আড়শা পশ্চিম লোকাল কমিটির উদ্যোগে এই ডেপুটেশন দেওয়া হয়। অবিলম্বে ১০০ দিনের কাজ চালু করা, ১০০ দিনের কাজ বাড়িয়ে ২০০ দিন করা , বেকারদের কর্মসংস্থান সহ আট দফা দাবি তোলা হয়। উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই- এর জেলা সম্পাদক চিরঞ্জিত মুখোপাধ্যায়, সভাপতি সুব্রত মাহাত প্রমুখ।











Post Comment