নিজস্ব প্রতিনিধি, রঘুনাথপুর :
ডাকাতির ছক বানচাল করে আগ্নেয়াস্ত্র-সহ তিনজনকে গ্রেফতার করল রঘুনাথপুর থানার পুলিশ। ধৃতদের মধ্যে একজনের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি দেশি বন্দুক ও এক রাউন্ড কার্তুজ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা হল পাড়া থানার মোহুদা গ্রামের বাসিন্দা স্বপন মুর্মু এবং রঘুনাথপুর থানার করগালি গ্রামের তাপস বাউরি ও মনোজ বাউরি।
বৃহস্পতিবার রাতে কেলায় জঙ্গলে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল প্রায় ১২ থেকে ১৫ জনের একটি দল। গোপন সূত্রে এমন খবর পেয়ে রঘুনাথপুর থানার একটি টহলদারি দল সেখানে হানা দেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অধিকাংশ দুষ্কৃতী অন্ধকারে গা ঢাকা দিলেও তিনজন পালাতে পারেনি।
শুক্রবার ধৃতদের রঘুনাথপুর মহকুমা আদালতে তোলা হলে স্বপন মুর্মুর ৩ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়। অন্যদিকে তাপস ও মনোজকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, পলাতকদের খোঁজে তল্লাশি জারি রয়েছে। পাশাপাশি, ধৃতদের জেরা করে গোটা চক্রের নেটওয়ার্ক জানার চেষ্টা চলছে।
Post Comment