insta logo
Loading ...
×

আকাশ থেকে পড়ল রহস্যময় বৈদ্যুতিন যন্ত্র, পুঞ্চায় তীব্র চাঞ্চল্য

আকাশ থেকে পড়ল রহস্যময় বৈদ্যুতিন যন্ত্র, পুঞ্চায় তীব্র চাঞ্চল্য

অমরেশ দত্ত , পুঞ্চা:

ভারত-পাকিস্তানের চলতি অস্থির পরিস্থিতির আবহে পুরুলিয়ার পুঞ্চায় আচমকাই আকাশ থেকে পড়ল এক অজানা বৈদ্যুতিন যন্ত্র। ঘটনাটি ঘিরে রোববার দুপুর থেকে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় পুঞ্চা থানার লেদামহুল গ্রাম ও আশপাশে। গাছের ডালে ঝুলতে দেখা যায় একটি প্যারাস্যুট। পরে সেটি মাটিতে পড়ে গেলে দেখা যায়, তার সঙ্গে সংযুক্ত একটি বৈদ্যুতিন যন্ত্র থেকে লাগাতার আলো বিচ্ছুরিত হচ্ছে।

ঘটনার খবর দ্রুত ছড়িয়ে পড়তেই গ্রামের মানুষ ভিড় জমান ওই মাঠের ধারে। একে তো সীমান্তে টানটান উত্তেজনা, তার উপর আকাশ থেকে পড়া অচেনা যন্ত্র— আতঙ্ক ছড়ায় গোটা গ্রামজুড়ে।

লেদামহুল গ্রামের বাসিন্দা কার্তিক সহিস জানান, “এতদিনে এমন কিছু দেখিনি। যন্ত্রটা থেকে আলো ছড়াচ্ছিল। ভারত-পাকিস্তানের টানাপোড়েনের মধ্যে এটা দেখে ভয় পেয়ে যাই আমরা।”

খবর পেয়ে বিকেলে ঘটনাস্থলে পৌঁছায় পুঞ্চা থানার পুলিশ। এলাকাটি ঘিরে ফেলা হয়। পরে ঘটনাস্থলে পৌঁছান মানবাজার সার্কেলের ইন্সপেক্টর, মহকুমা পুলিশ আধিকারিক এবং জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অভিযান) যোধাবর অবিনাশ ভীমরাও।

পরিস্থিতির গুরুত্ব বুঝে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় সিআইডির বোমা শনাক্তকরণ ও নিষ্ক্রিয়করণ স্কোয়াড। তাদের তৎপরতায় যন্ত্রটি উদ্ধার করে এক সুরক্ষিত স্থানে নিয়ে যাওয়া হয়।

পুলিশ সূত্রে প্রাথমিক অনুমান, এটি আবহাওয়া দফতরের প্যারাস্যুটবাহিত ডেটা সংগ্রাহক যন্ত্র হতে পারে। যদিও রাত পর্যন্ত আবহাওয়া দফতরের তরফ থেকে এই যন্ত্রটির বিষয়ে কোনও নিশ্চিত তথ্য মেলেনি।

পুরুলিয়া জেলা পুলিশের এক আধিকারিক বলেন, “এ ধরনের যন্ত্র আবহাওয়া পর্যবেক্ষণের কাজে ব্যবহার হয়ে থাকে। তবে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়, যতক্ষণ না সংশ্লিষ্ট দফতর থেকে জানানো হচ্ছে।”

রহস্য রয়ে গেছে এখনো। ডিভাইসটি কোথা থেকে এল, কী উদ্দেশ্যে পাঠানো হল, সেটি আদৌ আবহাওয়া দফতরের কিনা— এসব প্রশ্নের উত্তর এখনও অজানা। তবে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, ডিভাইসটি পরীক্ষার জন্য বিশেষজ্ঞদের হাতে তুলে দেওয়া হবে।

Post Comment