নিজস্ব প্রতিনিধি,পুরুলিয়া:
অবৈধ বালি বোঝাই একটি ট্রাক্টরকে আটক করলো পুরুলিয়া মফস্বল থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, বুধবার দুপুরে কাটাবেড়া নদী ঘাট থেকে একটি ট্রাক্টর বালি বোঝাই করে চাষরোড-র দিকে যাচ্ছিল। আগাম খবর পেয়ে পুলিশের একটি দল সিন্দ্রি গ্রামে হানা দেয়। পুলিশ দেখে চালক পালিয়ে গেলেও,বালি বোঝাই ট্রাক্টর টিকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। পুলিশ জানিয়েছে, চালকের কাছে কোনো বৈধ কাগজপত্র ছিল না। এই ঘটনায় চালক ও মালিকের বিরুদ্ধে একটি স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে পুলিশ।
Post Comment