insta logo
Loading ...
×

অর্থনৈতিক গরমিল? সাসপেন্ড পঞ্চায়েত সচিব

অর্থনৈতিক গরমিল? সাসপেন্ড পঞ্চায়েত সচিব

নিজস্ব প্রতিনিধি, ঝালদা :

অর্থনৈতিক গরমিল? আর সেই অভিযোগে সাসপেন্ড করা হলো পঞ্চায়েত সচিবকে। ঘটনা পুরুলিয়া জেলার ঝালদা ১ নং ব্লকের মাড়ু মসিনা গ্রাম পঞ্চায়েতে। এই গ্রাম পঞ্চায়েতের সচিব দীপক কুমার মাহাতোকে সাসপেন্ড করলেন ঝালদা ১ নং পঞ্চায়েত সমিতির এক্সিকিউটিভ অফিসার তথা বিডিও মদন মোহন মুর্মু। ১৮ জুন ২০২৫ জারি করা আদেশে তিনি জানিয়েছেন, ঝালদা ১ নং উন্নয়ন ব্লকের অধীনে মাড়ু-মসিনা গ্রাম পঞ্চায়েতের সচিব দীপক কুমার মাহাতোর বিরুদ্ধে ১৯৭১ সালের পশ্চিমবঙ্গ পরিষেবা (শ্রেণীবিভাগ, নিয়ন্ত্রণ ও আপিল) বিধির ১০ নম্বর নিয়ম অনুসারে ঝালদা মহকুমা শাসকের জমা দেওয়া তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে শাস্তিমূলক কার্যক্রম শুরু করার জন্য, প্রক্রিয়া শুরু হয়েছে।
প্রধান উর্মিলা নায়ক বলেন, “সাসপেন্ড করেছেন বিডিও। এ বিষয়ে যা বলার তিনিই বলবেন। আমার কিছু জানা নেই।”
অভিযুক্ত সচিবের সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি।

Post Comment