insta logo
Loading ...
×

অযোধ্যা পাহাড়ের বামনি ঝর্ণায় বাঘমুন্ডির যুবকের মর্মান্তিক মৃ.ত্যু

অযোধ্যা পাহাড়ের বামনি ঝর্ণায় বাঘমুন্ডির যুবকের মর্মান্তিক মৃ.ত্যু

নিজস্ব প্রতিনিধি, বাঘমুন্ডি:

বন্ধুদের সঙ্গে স্নান করতে গিয়ে প্রাণ হারাল এক তরতাজা যুবক। ঘটনাটি ঘটেছে, শনিবার দুপুরে পুরুলিয়ার বাঘমুন্ডি থানার অন্তর্গত অযোধ্যা পাহাড়ের বিখ্যাত বামনি ঝর্ণায়। মৃত যুবকের নাম সিদ্ধেশ্বর কুমার (২৩), বাড়ি বাঘমুন্ডির ছাতাটাড় গ্রামে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে সিদ্ধেশ্বর ও তাঁর দুই বন্ধু বাইকে চেপে পৌঁছেছিল বামনি ঝর্ণার পাদদেশে। পাহাড়ি দৃশ্য আর প্রবাহমান জলের টানে তিনজনই নেমে পড়ে ঝর্ণার নিচে জমে থাকা জলে। কিছুক্ষণের মধ্যেই গভীর জলের টানে তলিয়ে যায় সিদ্ধেশ্বর। বন্ধুরা মরিয়া প্রচেষ্টা চালিয়েও তাকে উদ্ধার করতে পারেনি।

চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পর্যটক ও স্থানীয়দের মধ্যে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বাঘমুন্ডি থানার পুলিশ। স্থানীয়দের সহযোগিতায় দীর্ঘ অনুসন্ধানের পর অচৈতন্য অবস্থায় যুবককে উদ্ধার করে প্রথমে পাথরডি গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থা গুরুতর হওয়ায় তাকে স্থানান্তরিত করা হয় পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। কিন্তু আর কিছুই করার ছিলো না সেখানকার ডাক্তারদের।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। রুজু করা হয়েছে অস্বাভাবিক মৃত্যুর মামলা।

Post Comment