insta logo
Loading ...
×

অযোধ্যা পাহাড়ের আদিবাসী তরুণ তরুণীদের চাকরি দিতে পুলিশ হচ্ছে শিক্ষক

অযোধ্যা পাহাড়ের আদিবাসী তরুণ তরুণীদের চাকরি দিতে পুলিশ হচ্ছে শিক্ষক

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :

রাজ্য পুলিশ হোক বা কলকাতা পুলিশ, বিভিন্ন আধা সামরিক বাহিনী হোক বা ভারতীয় সেনাবাহিনী—অযোধ্যা পাহাড়ের তরুণ-তরুণীদের এই সব বাহিনীতে চাকরি পাইয়ে দিতে এবার শিক্ষকের ভূমিকায় নামছে পুরুলিয়া জেলা পুলিশ।

পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড়ের পিছিয়ে পড়া অঞ্চলের যুবসমাজকে উন্নয়নের ধারাস্রোতে নিয়ে আসতেই এই উদ্যোগ। আগামী ১০ দিনের মধ্যেই অযোধ্যা হিলটপে সিএডিসি-র অতিথি আবাসে শুরু হচ্ছে এক বিশেষ আবাসিক প্রশিক্ষণ শিবির। এইস্থানেই একসময় সিআরপিএফ-এর ক্যাম্প ছিল। সেখানেই এবার তৈরি হচ্ছে নতুন চাকরি প্রস্তুতি কেন্দ্র।

এই শিবিরে ইউনিফর্মড ফোর্সে—যেমন রাজ্য ও কলকাতা পুলিশ, বিএসএফ, সিআরপিএফ, আইটিবিপি কিংবা ভারতীয় সেনাবাহিনীতে যোগদানের প্রস্তুতিতে দেওয়া হবে শারীরিক, লিখিত ও মৌখিক পরীক্ষার পূর্ণাঙ্গ প্রশিক্ষণ। পুলিশকর্মীরাই হবেন এই প্রশিক্ষণে মূল প্রশিক্ষক। পাশাপাশি, বাইরে থেকে আনা হবে বিষয়ভিত্তিক এক্সপার্টদেরও।

পুরুলিয়া জেলা পুলিশের দীর্ঘমেয়াদি প্রকল্প ‘পথের দিশা’-র অংশ হিসেবেই এই নতুন আবাসিক শিবির। পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, “পাহাড়ের ছেলেমেয়েরা যাতে স্বপ্ন দেখার সাহস পায়, এবং সেই স্বপ্ন বাস্তবায়িত করতে আমরা পাশে থাকি, সেইজন্যই এই আবাসিক প্রশিক্ষণ কেন্দ্র চালু করছি।”

জেলা পুলিশের তরফে জানা গিয়েছে, প্রশিক্ষণে অংশ নেওয়ার জন্য কোন প্রার্থী উপযুক্ত, সেই বাছাই প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। নির্দিষ্ট মানদণ্ডের ভিত্তিতে ভর্তি নেওয়া হবে। এই প্রকল্পেরও একটি নাম নির্ধারিত হবে শিগগিরই।

‘আস্থা’, ‘পথের দিশা’র পর পুলিশের এই নতুন প্রকল্প পাহাড়ের যুবসমাজকে নতুন স্বপ্ন দেখাবে বলেই আশাবাদী জেলা প্রশাসন।

Post Comment