দেবীলাল মাহাত, আড়শা:
গণমাধ্যম যাঁকে তৃণমূলের যুবরাজ আখ্যা দিয়েছে, খোদ সেই ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় পাঠিয়েছেন শুভেচ্ছা বার্তা। আর সেই শুভেচ্ছা পেয়ে যেন আরও রঙিন হয়ে উঠেছে আড়শা বসন্তোৎসবের প্রস্তুতি।

আগামীকাল শনিবার আড়শায় আয়োজিত হচ্ছে বসন্তোৎসব। আড়শা স্টেডিয়ামে প্রস্তুতি চলছে জোর কদমে। এবার উৎসবের প্রধান আকর্ষণ জেলার ঐতিহ্যবাহী ছৌনৃত্য । জেলার ৫০০ জন লোকশিল্পী কার্তিকের ভূমিকায় এক সুরে ,এক তালে নাচবেন এখানে। এছাড়াও রয়েছে জেলার লোক সংস্কৃতির পরিচায়ক বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। এরই মধ্যে বসন্ত উৎসবের সাফল্য কামনায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ডহারবার লোকসভার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন আড়শা বসন্তোৎসব উদযাপন কমিটির সভাপতি উজ্জ্বল কুমারকে। সেই শুভেচ্ছাবার্তা অন্য মাত্রা এনে দিয়েছে উৎসবের প্রস্তুতিতে। আড়শা বসন্তোৎসব উদযাপন কমিটির সভাপতি উজ্জ্বল কুমার জানান, “আমাদের উৎসবের প্রস্তুতি শেষ পর্যায়ে। সকলকেই এই উৎসবে আসার আমন্ত্রণ জানাচ্ছি।”
Post Comment